ফটিকছড়ি উপজেলা নির্বাচন : সম্পদে এগিয়ে স্বশিক্ষিত নাজিম, শিক্ষাগত যোগ্যতায় সাঈদ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের শেষ মুহূর্তে চলছে জোর প্রচার প্রচারণা। দ্বিতীয় দফায় আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে লড়ছেন চেয়ারম্যান পদে ২ প্রার্থী। তারা হলেন, মোটর সাইকেল প্রতীক নিয়ে  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন ও আনারস প্রতীক নিয়ে সাবেক ছাত্রলীগ নেতা মো. বখতিয়ার সাঈদ।

নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা বিশ্লেষণ করে যে তথ্য পাওয়া গেছে তাতে স্থাবর ও অস্থাবর সম্পদে এগিয়ে মোহাম্মদ নাজিম উদ্দিন হলেও শিক্ষাগত যোগ্যতায় এগিয়ে মু: বখতেয়ার সাইদ। যদিও স্থাবর সম্পদের কোন কিছুই নেই উল্লেখ্য করেন হলফনামায়।

মোহাম্মদ নাজিম উদ্দিন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মোটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। গত উপজেলা নির্বাচনে তিনি দলীয় প্রার্থী ছিলেন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে হলফনামায় নিজেকে স্ব-শিক্ষায় শিক্ষিত উল্লেখ করেন।

ব্যবসা থেকে তিনি বছরে আয় করেন ৮ লাখ ৫০ হাজার টাকা। নিজের নামে নগদ ও ব্যাংকে আছে ১ কোটি ৪০ লাখ ৭৫ হাজার ৪০২ টাকা। শেয়ার কোম্পানিতে বিনিয়োগ রয়েছে ২৫ লাখ টাকা। ২৮ লাখ টাকার একটি গাড়ি রয়েছে। ব্যবসায় মূলধন দেখিয়েছেন ৪৯ লাখ ৮৪ হাজার ২৩২ টাকার। নিজ নামে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ঢাকা মহাখালী শাখায় গাড়ি কেনা বাবদ ২২ লাখ ৮৯ হাজার ৮১০ টাকার ঋণ রয়েছে।

এদিকে ফটিকছড়ির উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন উত্তর জেলা ছাত্রলীগের সাবেক নেতা মু. বখতেয়ার সাঈদ। শিক্ষাগত যোগ্যতা হিসেবে হফলনামায় মাস্টার্স পাস (এম.এস.এস) উল্লেখ করেন। নগদ, বন্ডসহ ৪০ লাখ টাকার সম্পদ থাকলেও জমি নেই তার। রাজনীতির পাশাপাশি বর্তমানে তিনি করছেন ব্যবসা। কমিশন ব্যবসা থেকে বছরে আয় ৪ লাখ ২০ হাজার টাকা। তার নগদ রয়েছে ৬ লাখ ৭০ হাজার টাকা। বন্ড, ঋণপত্র রয়েছে ৫ লাখ টাকার। রয়েছে ৪০ ভরি স্বর্ণ। ইলেকট্রনিক সামগ্রী রয়েছে ৫০ হাজার টাকা মূল্যের। আসবাবপত্র রয়েছে ৫০ হাজার টাকা মূল্যের। বিভিন্ন ব্যবসায় তার বিনিয়োগ রয়েছে ২২ লাখ ৮০ হাজার টাকার।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে দ্বিতীয় ধাপে আগামী ২১ মে। উপজেলার মোট ভোটার ৪ লাখ ৬৪ হাজার ৬০৭ জন।

চাটগাঁ নিউজ/এআইকে/এসআইএস

Scroll to Top