ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ির খিরাম ইউনিয়নে সত্তা খালে নিখোঁজ হয়েছেন মোহাম্মদ জিয়া উদ্দীন (৩০) নামে এক তরুণ কৃষক।
রবিবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খিরাম বাজার সংলগ্ন খালে এ ঘটনা ঘটে।
নিখোঁজ জিয়া উদ্দীন একই এলাকার শাহা আলমের ছেলে। প্রতিদিনের মতো তিনি বিকেলে কৃষিকাজ শেষে খালে গোসল করতে নামেন। স্থানীয়রা জানায়, খালে নামার সময় তাকে বেশ কয়েকজন কৃষক দেখেছেন। কিন্তু দীর্ঘ সময়েও তিনি আর বাড়ি না ফেরায় উদ্বেগ ছড়িয়ে পড়ে এলাকায়।
খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ আনোয়ার ঘটনাটি নিশ্চিত করেন। তিনি জানান, কৃষক জিয়া উদ্দীন খালের পূর্ব প্রান্তে চর এলাকায় চাষাবাদ করতেন। প্রতিদিন কাজ শেষে গোসল করতেন খালে। বর্তমানে স্থানীয় দেড় শতাধিক মানুষ খালের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালাচ্ছে।
নিখোঁজ হওয়ার খবরে পরিবার ও স্বজনদের মধ্যে চলছে আহাজারি। জিয়ার সন্ধান পেতে গ্রামবাসীও আতঙ্কের মধ্যে সময় পার করছেন।
চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন