পড়া হয়েছে: 80
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন বাগানবাজার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ঘাটপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আলেয়া বেগম (৪৫) নামে এক মহিলা নিহত হয়েছেন।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই মহিলার মৃত্যু হয়।
নিহত আলেয়া বাগানবাজার ইউনিয়নের রাজারঘাট গ্রামের বাসিন্দা গণি মিয়ার মেয়ে।
ভূজপুর থানার সাব ইনস্পেক্টর বরকত ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, এলাকাবাসীর সাথে কথা বলে পুলিশ জানতে পারে মৃত মহিলার মানসিক সমস্যা ছিল। দীর্ঘদিন আগে ওই মহিলার স্বামী তাকে ছেড়ে চলে যায়। এরপর থেকে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন।
মরদেহ ভূজপুর থানায় রয়েছে। আইনি প্রক্রিয়ায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।
চাটগাঁ নিউজ/এমকেএন