পড়া হয়েছে: 21
ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রাম ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাজার ও আশপাশের এলাকায় রাস্তাঘাট দখল করে ব্যবসা পরিচালনা এবং যত্রতত্র গাড়ি পার্কিং করে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানোর অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন।
রবিবার (১৩ জুলাই) বিকেলে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম।
অভিযানে সংশ্লিষ্ট অপরাধে ৮ জন ব্যক্তিকে মোট ১১,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় অভিযানে সহায়তা করেন ফটিকছড়ি থানা পুলিশের একটি টিম।
অভিযান শেষে সহকারী কমিশনার জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, নিয়মিত অভিযান চললে জনদুর্ভোগ অনেকটাই কমে আসবে।
চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন