ফটিকছড়ির নাজিরহাটে দুই বেকারিকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদনের দায়ে দুটি বেকারিকে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে নাজিরহাট পৌরসভাধীন মাইজভান্ডার সড়কে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে ‘মাবিয়া বেকারি অ্যান্ড সুইটস’কে ১ লাখ টাকা এবং ‘নূর বেকারি’কে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পৌর প্রশাসক মো. নজরুল ইসলাম বলেন, ভোক্তার স্বাস্থ্য সুরক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে। অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুতের অভিযোগে এই শাস্তি দেওয়া হয়েছে বলে জানান ভ্রাম্যমাণ আদালত।

জনস্বার্থে আমরা কোনোভাবেই নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন বরদাস্ত করব না।

চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন

Scroll to Top