ফটিকছড়ির দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চলছে ভোটগ্রহণ

শেয়ার করুন

চাটগাঁ নিউজ ডেস্ক: ফটিকছড়ি নানুপুর এবং খিরাম ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হবে।

ভোটগ্রহণ শেষে উপজেলা জহুরুল হক হল রুম থেকে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এ নির্বাচন ঘিরে যেন কেন্দ্র দখল কিংবা পেশী শক্তির ব্যবহারসহ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা সহিংসতা ঘটতে না পারে সেজন্যে ৮জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো এলাকা।

এখানে শান্তিপূর্ণ ভোটের পরিবেশ প্রত্যাশা করছেন সকল প্রার্থী ও এলাকার সর্বস্তরের মানুষজন।

উপজেলা নির্বাচন অফিসার অরুন উদয় ত্রিপুরা বলেন- ভোট হবে শঙ্কামুক্ত ও উৎসবমুখর পরিবেশে। এতে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করার সুযোগ নেই।

চাটগাঁ নিউজ/এমআর

Scroll to Top