ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ইয়াসমিন আক্তার সাকি (৩২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাকি কৃষক বাদশা মিয়ার স্ত্রী এবং দুই সন্তানের জননী বলে জানা গেছে।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মানিকপুর মনু তালুকদার বাড়ির গোয়ালঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সকালে স্বামী বাদশা মিয়া ফজরের নামাজ শেষে নাস্তা করে কৃষিকাজে মাঠে যান। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে স্ত্রীকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে ঘরের সামনে গোয়ালঘরে গিয়ে দেখেন সাকি দড়িতে ঝুলছে। স্বামীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে লাশ নামিয়ে বাড়িতে রাখে এবং দ্রুত পুলিশে খবর দেয়।
স্থানীয় ইউপি সদস্য মো. আবছার উদ্দিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে যাই এবং বিষয়টি পুলিশকে জানাই।
ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইয়াসিন জানান, গোয়ালঘর থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যা— তা ময়নাতদন্তের পর জানা যাবে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/জেএইচ






