পড়া হয়েছে: 257
			
ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নের অবৈধ বালু মহল হচ্ছাঘাটে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২৫ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন।
অভিযান পরিচালনাকালে হচ্ছারঘাট এলাকায় দুটি স্থানে ইজারা ব্যতীত ও অবৈধভাবে উত্তোলিত অনুমানিক প্রায় ১০ হাজার ফুট বালু ও বালু উত্তোলনের একটি ড্রেজার মেশিন ও দুটি জিপ গাড়ী জব্দ করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/আনোয়ার/জেএইচ

															
								




