ফটিকছড়ির এসি ল্যান্ডকে বিদায়ী সংর্বধনা 

চাটগাঁ নিউজ ডেস্ক: ফটিকছড়ির প্রিয় মুখ আলোচিত সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেজবাহ উদ্দিন’কে বদলিজনিত সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হল রুমে এই বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী।

তিনি বলেন, মেজবাহ উদ্দিন যতদিন ফটিকছড়ি উপজেলায় সহকারী কমিশনারের দায়িত্বে ছিলেন ততদিন তিনি দিন রাতের হিসেব করে কাজ করেননি। বৃহৎ এই উপজেলার প্রত্যন্ত অঞ্চলে তিনি ছুটে গিয়েছিলেন এখানকার মানুষের প্রয়োজনে।

তিনি আমাদের প্রশাসনের একটি শক্তি হিসেবে সবসময় সাহস ও অনুপ্রেরণা যুগিয়ে গেছেন। কাজ পাগল এই মানুষটি সাথে ছিলেন বলেই আমরাও সাহস পেতাম। আমাদের সবরকম কাজে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। কখনো আমাদের তিনি নিরাশ করেননি। যেকোনো প্রয়োজনে তাকে পাশে পেতাম আমরা।

ইউএনও আরো বলেন, আশা করছি এই কাজ পাগল মানুষ যেখানেই যাবেন সেখানেই কাজের দ্যুতি ছড়াবেন। দেশের প্রয়োজনে ওনার কাজের গতি আরো দ্বিগুণ হোক এটাই প্রত্যাশা। তার জন্য আমাদের প্রশাসনের পক্ষ থেকে শুভকামনা সবসময়।

বিদায়ী এই সংবর্ধনায় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top