ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আটক ৩

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভাধীন ব্রাহ্মণহাট সিদ্ধাশ্রমঘাট সংলগ্ন হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে মো. সুমন (২২), মো. সুলতান (২২) ও মো. রাকিব (১৯) নামে তিনজনকে আটক করা হয়। পরবর্তীতে তারা অবৈধভাবে বালু উত্তোলনের কথা স্বীকার করায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ সময় বালু উত্তোলন ও পরিবহনে ব্যবহৃত দুটি গাড়ি জব্দ করা হয়। অভিযানে নাজিরহাট পৌরসভার কর্মচারীবৃন্দ এবং নাজিরহাট ইউনিয়ন ভূমি অফিসের একটি টিম প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদান করে।

চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন

Scroll to Top