পড়া হয়েছে: 27
ফটিকছড়ি প্রতিনিধি: হালদা নদীর বিভিন্ন অবৈধ বালুমহলে অভিযান পরিচালনা করেছে ফটিকছড়ি উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
ভুজপুর ইউনিয়নের সিংহরিয়া ও নারায়নহাট ইউনিয়নের চেয়ারম্যান ঘাটা এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।
অভিযানে প্রায় ৭ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়েছে।
এ সময় স্থানীয় ভূমি সহকারী কর্মকর্তা, আনসার সদস্য, গ্রাম পুলিশ ও ইউনিয়ন পরিষদের সদস্যরা সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন