ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে হালদা নদীতে পড়ে নুর উদ্দীন মনজু (৩৫) নামে এক প্রবাসী নিখোঁজ হয়েছে। সে সুন্দরপুর ইউনিয়নের ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পাঁচ পুকুরিয়া চাদের ঘোনা গ্রামের আব্দুল মাজিদ টেন্ডল বাড়ীর নুরুল ইসলামের এক মাত্র সন্তান।
বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আশ্রম ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রবাসী মনজু সুয়াবিল থেকে খেলা দেখে বাড়ী ফেরার সময় হালদা নদীর উপর অস্থায়ী সাঁকো থেকে পড়ে নিখোঁজ হয়। এ সময় মঞ্জুর সাথে থাকা তাজু উদ্দীন হালদা নদী থেকে উঠতে পারলেও মঞ্জু উঠতে পারেনি। গত ১৪ই এপ্রিল মনজুর বিবাহ অনুষ্ঠান হয়েছে।
ফটিকছড়ি ফায়ার স্টেশনের আকরাম উজ জামান বলেন, খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে পরিদর্শন করেছে। আমাদের ডুবুরি দল না থাকাতে উদ্ধার কার্যক্রম চালাতে পারছি না। তবে, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। নিখোঁজ যুবককে উদ্ধারে সহযোগিতা অব্যাহত আছে।
চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন