ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে সেনা অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে সেনা সদস্যরা। এ ঘটনায় মো. আবদুল হালিম (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে খিরাম সেনা ক্যাম্পের মেজর সাইফুর রহমান তুর্জোর নেতৃত্বে সেনা সদস্যরা উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করেন।
এ সময় স্থানীয় সামাদ চেয়ারম্যানের বাড়ির খোরশেদুল আলমের পুত্র ইরফান ও শফির পুত্র আবদুল হালিম প্রকাশ ইমনের বাড়িতে তল্লাশি চালানো হয়।
সেনা সূত্র জানায়, ইরফানের বাড়ি থেকে কিছু না পাওয়া গেলেও আবদুল হালিমের বাড়ি থেকে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে- একটি রাইফেল, তিনটি এ্যামুনেশন, ছয়টি পিস্তলের এ্যামুনেশন, সাতটি বন্দুকের কার্তুজ, ১১টি ব্ল্যাংক কার্তুজ, ১৬টি মোবাইল, একটি চাইনিজ কুড়াল, দুইটি পাহাড়ি দা, সাতটি ছোট-বড় চাকু, একটি চেইন, এবং ইয়াবা, মদ ও গাজা উদ্ধার করা হয়।
মেজর সাইফুর রহমান তুর্জো জানান, আটক আবদুল হালিম ও উদ্ধারকৃত অস্ত্র-সরঞ্জাম ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব অস্ত্র অবৈধ কার্যক্রমে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হয়েছিল।
চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন