ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাধীন লেলাং ইউনিয়নে সেনা অভিযানে অস্ত্র ও বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসময় এক ব্যক্তিকে আটক করেছে সেনা সদস্যরা।
রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ২টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত খিরাম আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন বিএ-৯০০১ মেজর সাইফুর রহমান তুর্জো। টুআইসি ছিলেন বিএ-১০৫৭২ ক্যাপ্টেন মো. ইফতেখার আলম ভূঁইয়া এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিজেও-৫২৬৪১ সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আতিকুর রহমান। অভিযানে মোট ২০ জন সেনা সদস্য অংশ নেন।
অভিযানে প্রথমে লেলাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের নোয়া হাট এলাকার মৃত সোলেমানের ছেলে মো. সেলিমের বাড়িতে তল্লাশি চালানো হয়। তবে সেখানে কোনো কিছু পাওয়া যায়নি। পরে একই ইউনিয়নের ৮নং ওয়ার্ড গোপালঘাটা এলাকার মুক্তিযোদ্ধা নেসারুল হকের ছেলে মো. বখতিয়ার উদ্দিন মঞ্জুর বাড়িতে অভিযান চালানো হয়।
তল্লাশিতে সেখান থেকে উদ্ধার করা হয়— একটি চায়না পিস্তল, ৫ রাউন্ড গুলি ও একটি এফসিসি, ১৯৯ রাউন্ড পয়েন্ট টুটু এ্যামো, ২টি ব্লাঙ্ক কার্তুজ, ১৩টি মোবাইল ফোন, ২টি পাসপোর্ট, ১টি পেনড্রাইভ, ৩টি চাকু, ১টি চেইন, ১টি রাবার স্টিক, ২টি ডকার ও ২টি সিমকার্ড, ১টি পয়েন্ট টুটু, ২টি মদের বোতল।
অভিযান শেষে আটক মো. বখতিয়ার উদ্দিন মঞ্জু এবং উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি ফটিকছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন