পড়া হয়েছে: ৩৬
ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে আবারো সড়ক দুর্ঘটনায় তিন মহিলাসহ গুরুতর আহত হয়েছেন চারজন। ১০ ডিসেম্বর দুপুরে ফটিকছড়ি পৌরসভার ফায়ার সার্ভিসের স্টেশন এলাকায় মাইক্রোবাস-সিএনজির সাথে সংঘর্ষে দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সাথে সাথে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আহতরা হলেন তিন বোন নাছিমা আকতার (৩৫), কুনুছুমা আকতার (৩২), লাইলি বেগম (২০) ও বোনের স্বামী রিয়াজ মিয়া (২৫)। তাদের বাড়ি রাঙ্গামাটি এর মাইনীমুখ ইউনিয়নে। তারা খাগড়াছড়ির মানিকছড়ি থেকে সিএনজি যুগে চট্টগ্রাম যাওয়ার সময় পথিমধ্যে দুর্ঘটনাই আহত হন।