ফটিকছড়িতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও মঙ্গলযাত্রা

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও মঙ্গলযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে ফটিকছড়ি কলেজ মাঠ থেকে র‌্যালিটি বের হয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সেবা আশ্রম মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী। জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পণ্ডিত লিংকন চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর।

এসময় আরও উপস্থিত ছিলেন কর্নেল আজিমুল্লাহ বাহারের ছেলে রুবার বাহার চৌধুরী, উপজেলা জুয়েলারি সমিতির সভাপতি বাবু স্বপন ধর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক দয়াল রায় ও সাধারণ সম্পাদক কাজল শীল।

সৌরভ পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সভাপতি শিমুল ধর, ভূজপুর প্রজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট মিহির, সাধারণ সম্পাদক সঞ্জয় ধর, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট জনি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক রূপন ভৌমিক, প্রধান সমন্বয়ক সুজিত চক্রবর্তী, পলাশ শীল, ইমন দে বিদ্যুৎ, দুর্জয় পাল, ডা. প্রতাপ রায়, রবিন পাল প্রমূখ।

সার্বিক সহযোগিতায় ছিলেন বাগিষিক ফটিকছড়ি উপজেলা সংসদ, ফটিকছড়ি ও নাজিরহাট পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ ইসকন এবং ফটিকছড়ি ঐক্যবদ্ধ সনাতনী সমাজের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি সরোয়ার আলমগীর বলেন, ধর্মীয় উৎসব মানুষের মাঝে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করে। শ্রীকৃষ্ণের জীবনাদর্শ থেকে আমরা ন্যায়, সত্য ও মানবিকতার শিক্ষা পাই।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, শ্রীকৃষ্ণের জন্মতিথি সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেয়।

সভাপতি পণ্ডিত লিংকন চক্রবর্তী বলেন, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস আমাদের মনে ভক্তি, সাহস ও ন্যায় প্রতিষ্ঠার শক্তি জাগ্রত করে। এ উৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, বরং সকলের জন্য আনন্দ ও সম্প্রীতির প্রতীক।

চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন

Scroll to Top