ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকায় খাদ্য বিভাগের নির্মাণাধীন বাউন্ডারি ওয়াল এখন শিক্ষার্থী ও পথচারীদের জন্য চরম দুর্ভোগের আশঙ্কা তৈরি করেছে। ব্যস্ততম এই রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করলেও, প্রশাসনের অনুমোদনে রাস্তার অংশ দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করায় ব্যাপক জনমনে ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয়দের ভাষ্যমতে, রাস্তার পাশে নয় সরাসরি রাস্তায় প্রাচীর তোলা হচ্ছে। ফলে দুইটি যানবাহন একসঙ্গে চলাচল করতে পারছে না। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে শিক্ষার্থীরা। কেননা এই রাস্তাটি কাঞ্চননগর কেন্দ্রীয় জামে মসজিদ হযরত শাহ রুস্তম ফকির মসজিদ, কাঞ্চননগর রুস্তুমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, শিশু কানন কেজি স্কুল, নূরানী মাদ্রাসা এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র এই ৬টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে সংযুক্ত করেছে।
এক শিক্ষার্থী জানায়, রাস্তায় আগে থেকেই পানি জমে থাকায় দুর্ঘটনার ভয় ছিল। এখন ওয়াল নির্মাণ হলে চলাচল একেবারে দুঃস্বপ্ন হয়ে যাবে। কিছুটা ভিতরে সরালেই এই সমস্যা থাকত না।
ইতোমধ্যে শতাধিক এলাকাবাসীর গণস্বাক্ষরসহ একটি লিখিত অভিযোগ উপজেলা প্রশাসনের কাছে জমা দিয়েছে। তাদের দাবি, আমরা বাউন্ডারির বিরুদ্ধে নই, তবে অন্তত ৩-৪ ফুট ভিতরে সরিয়ে দিলে জনদুর্ভোগ অনেকটাই কমে যাবে।
তবে উপজেলা খাদ্য কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান অভিযোগ অস্বীকার করে কিছুটা বিতর্কিত ভাষায় বলেন, এটা কি বিশ্ব রোড হবে? আমরা আমাদের জায়গায় বাউন্ডারি দিচ্ছি। কেউ অভিযোগ করলে প্রশাসনের কাছে লিখুক।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে বেদখল জায়গা উদ্ধারের পর নির্মাণকাজ চলছে। যাতে মানুষের চলাচলে অসুবিধা না হয়, সেই নির্দেশনা দেওয়া হয়েছে। সমস্যা থাকলে পুনর্বিবেচনার জন্য খাদ্য বিভাগকে অনুরোধ জানানো হবে।
স্থানীয়দের আহ্বান, জনস্বার্থের এই বিষয়টি দ্রুত সমাধানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা চান, রাস্তার উপর নির্মিত প্রাচীর অপসারণ করে বিকল্পভাবে প্রাচীর নির্মাণ করা হোক, যাতে চলাচল নিরাপদ ও সহজ হয়।
চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন