ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির বিবিরহাট বাজারের কয়েকটি মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় বাজারের শাহ আমানত স্টোর, মিষ্টমুখ, ফুলকলি ও আনন্দময় স্টোরে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় ছাত্র জনতার উপস্থিতিতে দোকানগুলো থেকে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখবিহীন ও সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ্যবিহীন আনুমানিক ১ শত ১৭ কেজি বিভিন্ন দই, রসমালাই এবং মিষ্টি জব্দ করে প্রশাসন।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।
অভিযানের সময় এ সকল খাদ্য উপকরণ ও পোড়া তেল বিনষ্ট করা হয়। দোকান মালিকদের খাদ্যদ্রব্যের মোড়কের গায়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং খুচরা মূল্যসহ সঠিক লেবেল নিশ্চিত করার জন্য নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন বলেন, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/ফরিদ/এআইকে