চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একটি মাদ্রাসা ভবন থেকে পড়ে মুহাম্মদ শফিকুল ইসলাম (২১) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে নানুপুরের জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া মাদ্রাসায় এই ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী ওই মাদ্রাসার কিতাব বিভাগের জামাতে পঞ্জুমের ছাত্র এবং পঞ্চগড় সদরের পূর্ব তোলার ডাঙ্গা গ্রামের মুহাম্মদ সফু মিয়ার ছেলে।
মাদ্রাসা সূত্রে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, মাদ্রাসা ছাত্রাবাসের তৃতীয় তলায় ওই ছাত্র থাকতো। সকালে ঘুম থেকে উঠে থু থু ফেলতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যায়। এতে তিনি মারাত্মকভাবে মাথায় জখম হন। পরে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা উদ্ধার করে নাজিরহাটের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন।
আজ বাদে আছর মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে মাদ্রাসা কর্তৃপক্ষ মরদেহ ওই শিক্ষার্থীর বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।
চাটগাঁ নিউজ/জেএইচ