ফটিকছড়িতে মাদ্রাসার অনুষ্ঠানকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৯

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়িতে একটি মাদ্রাসার বার্ষিক সভাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো সরকার পাড়া বিজিবি ক্যাম্প মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হেঁয়াকো সরকার পাড়া স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে স্থানীয় যুবদল কর্মী কবিরের সঙ্গে মাদরাসা সভাপতি মো. হান্নান ও সমাজপতি তাজুল ইসলামের বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র  নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে সরকার পাড়া সমাজের সর্দার তাজুল ইসলাম (৪৫), তার ভাই শহীদুল্লাহ (৫০), ছেলে নুরুল ইসলাম (২৬), বাপ্পি (২৫), কবিরের ভাই ওয়াসিম ও হুমায়ুন এবং এক নারীসহ নয়জন গুরুতর আহত হন। তাদের প্রথমে স্থানীয় হেঁয়াকো জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, পরে চমেক হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত তাজুল ইসলাম অভিযোগ করেন, মাদরাসার সভায় দাওয়াত না দেওয়ার অজুহাতে কবির ও তার ভাইয়েরা আমাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়েছে।

অন্যদিকে কবির পাল্টা অভিযোগ করে বলেন, তাজুল ইসলাম তার লোকজন নিয়ে পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালিয়েছেন। মাদক ব্যবসার প্রতিবাদের কারণেই তার ওপর হামলা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি। মাদরাসার সভাপতি হান্নানকে গালিগালাজ ও প্রথমে হামলার অভিযোগও অস্বীকার করেন কবির।

ভুজপুর থানা যুবদলের সাবেক আহ্বায়ক নুরুল আমিন আজাদ বলেন, দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করেই এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তিনি বলেন, নির্বাচনের আগে এ ধরনের সহিংসতা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, দাওয়াত দেওয়া নিয়ে দুই পক্ষের মারামারির খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও পুলিশের দাবি পরিস্থিতি এখন শান্ত।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top