চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়টি বসতঘর পুড়ে গেছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের দক্ষিণ বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে নওজেল বড়ুয়া, বিক্রম বড়ুয়া, আদর্শ বড়ুয়া, সজল বড়ুয়া ও পিন্টু বড়ুয়ার বসতঘরসহ মোট ছয়টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের ফায়ারম্যান জুনমান হোসেন বলেন, আব্দুল্লাহপুর ইউনিয়নের দক্ষিণ বড়ুয়া পাড়ায় আগুন লাগার খবর পেয়ে আমাদের ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।
চাটগাঁ নিউজ/এমকেএন






