ফটিকছড়িতে বিষপানে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়িতে উপজেলার জাফতনগর ইউনিয়নে বিষপানে মুহাম্মদ রাইহান (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক ইউনিয়নের পশ্চিম জাহানপুর গ্রামের রফিক সওদাগর বাড়ির গ্রাম পুলিশ মোহাম্মদ ইউনুসের ছেলে।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন

ঘটনার সত্যতা নিশ্চিত করে জাফতনগর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জিয়াউদ্দিন জিয়া জানান, নিহত ছেলেটি মানসিক ভারসাম্যহীন ছিল। গতকাল বিষ খেয়ে সে তার মাকে বলে আমি বিষ খেয়েছি। পরে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মৃত্যুবরণ করে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top