ফটিকছড়িতে বিধবা মায়ের ঘরে চুরি, স্বজনদের বিরুদ্ধে অভিযোগ

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার উত্তর ধুরুং এলাকায় এক বিধবা নারীর ঘরে চুরির ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী বিলকিছ বেগম (৬১) অভিযোগ করেছেন, পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে তার সন্তান ও জামাতার সঙ্গে বিরোধ চলছিল। এ ঘটনায় তিনি মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে ফটিকছড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বিলকিছ বেগম জানান, সোমবার (১৮ আগস্ট) রাতের যে কোনো সময়ে অজ্ঞাত চোরেরা তার বসতঘরের তালা ভেঙে প্রায় ৯ লাখ ৬৫ হাজার টাকার মালামাল নিয়ে যায়। চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে ৪.৫ ভরি স্বর্ণালংকার, নগদ দুই লাখ টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী।

তিনি বলেন, সেদিন রাতে আমি বোনের বাড়িতে ছিলাম। সকালে ফিরে এসে দেখি ঘরের তালা ভাঙা। ভেতর থেকে দরজা বন্ধ থাকায় সন্দেহ হলে আমি ৯৯৯ নম্বরে ফোন করি। পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।

তার অভিযোগ, স্বজনরা দীর্ঘদিন ধরে তাকে হত্যার হুমকি দিয়ে আসছে। সুযোগ বুঝে তারাই এই চুরির ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন তিনি। নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিলকিছ বেগম।

এলাকাবাসীর দাবি, ঘটনার সঙ্গে যারা জড়িত থাকুক না কেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হোক। ভুক্তভোগীর দুই ছেলে দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন বলে জানা গেছে।

এ বিষয়ে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন

Scroll to Top