ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে।
ফটিকছড়ি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সকল লাইনম্যান ও কারিগরি কর্মকর্তারা রবিবার (৭ সেপ্টেম্বর) একযোগে তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। তারা কাজের সরঞ্জাম, অভিযোগ কেন্দ্র ও সাবস্টেশনের মোবাইল, গাড়ির চাবি এবং গণছুটির ফরম জমা দিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন।
ফলে এখন কোনো কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে তা মেরামত ও পুনরায় সচল করার মতো জনবল অফিসে নেই। এতে পুরো ফটিকছড়ি বিদ্যুৎ ব্যবস্থায় যে কোনো মুহূর্তে বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।
অফিস সূত্রে জানা যায়, ফটিকছড়ি জোনাল অফিসের আওতাধীন একটি সাবস্টেশনে মোট ৭টি ফিডারের সবকটিই বর্তমানে চালু রয়েছে। সকালে ৩৩ কেভি ফিডার ট্রিপ করলে রাতের ডিউটিতে থাকা সাবস্টেশন অ্যাটেনডেন্ট সেটি পুনরায় সচল করেন এবং সংশ্লিষ্ট ১১ কেভি ফিডারগুলো চালু করা হয়। বর্তমানে রোসাংগিরি উপকেন্দ্রের ২ নম্বর ফিডার এবং বারমাসিয়া উপকেন্দ্রের ২ ও ৫ নম্বর ফিডার সচল রয়েছে।
তবে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, এখন থেকে ৩৩ কেভি বা ১১ কেভির কোনো ফিডার ট্রিপ করলে সেটি সচল করার মতো মাঠপর্যায়ের কর্মী আর নেই। এ অবস্থায় ফটিকছড়ি এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে ফটিকছড়ি বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা বলেন, বর্তমানে আমরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে রয়েছি। লোকবল ছাড়া বিদ্যুৎ সরবরাহ সচল রাখা কঠিন হবে।
স্থানীয় সচেতন মহল বলছেন, দ্রুত সংকট নিরসনে কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে, নইলে পুরো উপজেলাজুড়ে বিদ্যুৎ বিপর্যয় নেমে আসতে পারে।
চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন