ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. তানজি (১১) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে ফটিকছড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভাড়া বাসায় টিনের ছাদে শুকানো মরিচ নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় তানজি। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানেই দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ দুপুরে তানজি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

তানজির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি পৌরসভার সাবেক কাউন্সিলর বেলাল উদ্দিন।

নিহত তানজির পিতার নাম মোহাম্মদ বাপ্পি। পরিবারটি মূলত সুন্দরপুর ইউনিয়নের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে ফটিকছড়ি পৌরসভার ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন

Scroll to Top