চাটগাঁ নিউজ ডেস্ক: ফটিকছড়ির বক্তপুরে আবরারুল আমিন ইফহান (১৬) নামের এক শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুবরণ করেছে। শনিবার (১০ মে) দুপুরে ঘটনাটি ঘটে।
নিহত আবরারুল উপজেলার বক্তপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বখশ আলী মুন্সির বাড়ির মৌলানা ফজলুল আমিন গুন্নুর ছেলে এবং ফটিকছড়ির দক্ষিণ ধর্মপুর রহমানিয়া মুহাম্মদিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ শহিদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের বন্ধু মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি টেবিল ফ্যানের জন্য বাসার ফ্লোর দিয়ে একটি বৈদ্যুতিক তার টেনেছিলাম। সে তারে ইফহান জড়িয়ে মৃত্যুবরণ করে। তার বুক বরাবরে বিদ্যুতের তারটি ছিল এবং সে স্থানটি জ্বলে গেছে। এর আগে আমার ভাড়া বাসায় দুপুরে বিশ্রাম নিতে আসে। বিদ্যুৎ না থাকায় দুই বন্ধু এক সাথে বাসার মেঝেতে শুয়ে কিছু সময় খোশগল্প করেছি। পরে আমি দুপুরের খাবার এবং টিউশনি করতে বিদায় নিয়ে চলে যায়। সন্ধ্যা ৬টায় আমি বাসায় ফিরে দরজা খুলতেই নিহত ইফহানকে দরজার সামনে নিথর হয়ে পড়ে থাকতে দেখি।
স্থানীয় চিকিৎসক ডেকে আনলে চিকিৎসক আবরারুল আমিন ইফহানকে মৃত ঘোষণা করেন।
চাটগাঁ নিউজ/এমকেএন