ফটিকছড়িতে বাল্য বিয়ে পণ্ড : বর-কনের বাবাকে অর্থদণ্ড

ফটিকছড়ি প্রতিনিধি  : ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের কাঞ্চনা গ্রামে বাল্যবিবাহের আয়োজন করার দায়ে বর ও কনের বাবাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার (২৮ জুন) বিকাল ৪টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন এ দণ্ড দেন। এ সময় বাল্যবিয়ে বন্ধ করে বর ও কনের পিতাকে ৪০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন জানান- দাঁতমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে কাঞ্চনা গ্রামে আইনবহির্ভূতভাবে অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিবাহ সম্পন্ন করার অপরাধে বরের পিতা শামসুল আলম এবং কনের পিতা মো. ইউসুফকে আটক করা হয়।

তিনি আরও বলেন, তারা অপরাধ স্বীকার করায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুসারে বরের পিতাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং কনের পিতাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড তাৎক্ষণিক আদায় করা হয়েছে।

চাটগাঁ নিউজ/ফরিদ/এসআইএস

Scroll to Top