চাটগাঁ নিউজ ডেস্ক : ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শোভনছড়ি গ্রামে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে এক কিশোরীর বিয়ে বন্ধ করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) শোভনছড়ি গ্রামের মো. শাহজানের ১৬ বছরের কন্যার বিয়ের আয়োজন করা হয়। এর আগে রোববার (১৪ ডিসেম্বর) রাতে কনের বাড়িতে মেহেদী অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। বিষয়টি জানাজানি হলে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।
স্থানীয় ইউপি সদস্য মিন্টু কুমার চৌধুরী রোববার রাত ১০টার দিকে কনের বাড়িতে গিয়ে মেহেদী অনুষ্ঠান বন্ধ করেন এবং বাল্যবিয়ের আয়োজন বাতিল করেন।
কনের জন্ম নিবন্ধন সূত্রে জানা যায়, জন্ম তারিখ ১১ ডিসেম্বর ২০০৯। জন্ম নিবন্ধন অনুযায়ী তার বর্তমান বয়স ১৬ বছর। সুয়াবিল ইউনিয়ন পরিষদ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম জানান, বয়স যাচাই করে জন্ম নিবন্ধন অনুযায়ী কনের বয়স ১৬ বছর প্রমাণিত হওয়ায় জনপ্রতিনিধির মাধ্যমে বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে। বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে সোমবার অভিভাবকদের কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হবে।
চাটগাঁ নিউজ/এসএ







