ফটিকছড়িতে বাজার শেড নির্মাণে দেরি ও নিম্নমানের সামগ্রী নিয়ে উত্তেজনা

ফটিকছড়ি প্রতিনিধি: দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় চট্টগ্রামের ফটিকছড়ির আজাদী বাজারে দ্বি-তল বিশিষ্ট বাজার শেড নির্মাণ কাজের মেয়াদ শেষ হলেও এখনো কাজ শেষ হয়নি। এ নিয়ে বুধবার (১৩ আগস্ট) সকালে বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীদের তুমুল বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

ব্যবসায়ীদের অভিযোগ যথাসময়ে কাজ শেষ না করা ছাড়াও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে। এ কারণে তারা কাজ বন্ধ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীর হস্তক্ষেপ দাবি করেন। পরে উপজেলা উপসহকারী প্রকৌশলী আব্দুস সালাম ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

সরকারি (জিওবি) অর্থায়নে চারতলা বিশিষ্ট ভবনের এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৫১ লাখ ৭৮ হাজার টাকা। ফটিকছড়ির বিবিরহাটের মেসার্স রুবেল মাজদা নামক ঠিকাদারি প্রতিষ্ঠান ২০২৪ সালের ১৩ অক্টোবর কাজ শুরু করে, যার সময়সীমা ছিল ২০২৫ সালের ৩০ জুন। নির্ধারিত সময় পার হয়ে গেলে মেয়াদ বাড়িয়ে কাজ চালানো হয়।

স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা অভিযোগ করেন, শুরু থেকেই কাজে অনিয়ম ও গাফিলতি রয়েছে। আজাদী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইউসুফ বাবুল বলেন, ঠিকাদারের গাফিলতির কারণে সময়মতো কাজ শেষ হয়নি। নিম্নমানের সামগ্রী ব্যবহার হচ্ছে। উপজেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে কাজ শেষ করার দাবি জানাচ্ছি।

তবে ঠিকাদার মুহাম্মদ রুবেল অভিযোগ অস্বীকার করে বলেন, ব্যবসায়ীরা সময়মতো পুরোনো শেড খালি না করায় দেরি হয়েছে। আমরা ভালো মানের সামগ্রী ব্যবহার করছি কোনো অনিয়ম হয়নি।

উপজেলা উপসহকারী প্রকৌশলী আব্দুস সালাম বলেন, টেকসই নির্মাণ আমাদের অগ্রাধিকার। অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top