ফটিকছড়িতে বখতেয়ার সাইদ ইরানকে ১০ হাজার টাকা জরিমানা

আচরনবিধি লংঘন

ফটিকছড়ি প্রতিনিধি : নির্বাচনী প্রচারনাকালে আচরণ বিধি লংঘন করায় ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ নেতা (আনারস প্রতীক) বখতেয়ার সাইদ ইরানকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

আজ রবিবার (১২ মে) বিকেলে ফটিকছড়ি উপজেলার আজাদী বাজার এলাকায় উপজেলা নির্বাচনে প্রচারণাকালে এই আদালত পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেজবাহ উদ্দিন জানান, উপজেলা নির্বাচনের প্রচারণাকালে চেয়ারম্যান প্রার্থী বখতিয়ার সাঈদ ইরান তার প্রতিটি গাড়িতে একাধিক মাইক ব্যবহার এবং ছবি যুক্ত টি শার্ট ব্যবহার করে নির্বাচনী বিধিমালা, ২০১৬ এর বিধি ১৭ (ক) ও ২১ (১) ভঙ্গ করে। এ অপরাধে তাৎক্ষনিক আদালত পরিচালনা করে উক্ত প্রার্থীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সার্থে মোবাইল কোর্ট চলমান থাকবে।

চাটগাঁ নিউজ/এসআইএস

Scroll to Top