ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নে প্রেমঘটিত বিরোধের জেরে রাজু মিয়া (১৯) হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি ফিরোজ ও তার শাশুড়ি ফাতেমাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) কুমিল্লার ফৌজদারি মোড় এলাকা থেকে প্রধান আসামি ফিরোজকে গ্রেপ্তার করা হয়।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম জানান, অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজের নির্দেশনায় এসআই মাজহার, এসআই রাজ্জাক ও এসআই সুমনের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে ফিরোজ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত ছুরি এবং ঘটনার সময় পরিহিত পোশাক উদ্ধার করা হয়েছে। পরে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ফিরোজের শাশুড়ি ফাতেমাকেও গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নিহত রাজু মিয়ার সঙ্গে তার প্রতিবেশী তুসির প্রেমের সম্পর্ক ছিল। পরে তারা পালিয়ে বিয়ে করলে ফিরোজ ক্ষুব্ধ হন। সামাজিকভাবে বিষয়টি মীমাংসা হলেও ব্যক্তিগত ক্ষোভ থেকে পরিকল্পিতভাবে রাজুকে হত্যা করা হয় বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন





