ফটিকছড়িতে প্রবাসী হত্যা: ১৪ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি থানার আলোচিত প্রবাসী মো. ইউনুস হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খোরশেদুল আলম প্রকাশ আবুল কালাম (৫৮) অবশেষে গ্রেপ্তার হয়েছেন।

১৪ বছর পলাতক থাকার পর বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টায় চকবাজার থানাধীন অলি খাঁ মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৭।

গ্রেপ্তার কালাম ফটিকছড়ির নানুপুর ডালকাটা মোহাম্মদ আলী কারিগর বাড়ির মৃত সিরাজুল হকের ছেলে।

র‍্যাব জানান, গ্রেপ্তার আসামিকে ফটিকছড়ি থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, প্রবাসী ইউনুস হত্যা মামলাটি ফটিকছড়ি এলাকায় ব্যাপক আলোচিত ছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর প্রধান আসামির গ্রেপ্তারের খবরে ভুক্তভোগী পরিবারের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top