ফটিকছড়িতে পুকুর থেকে উদ্ধার এক বৃদ্ধার মরদেহ

চাটগাঁ নিউজ ডেস্ক: ফটিকছড়িতে এক মসজিদের পুকুর থেকে ছমুনা খাতুন (৮০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর ) দুপুরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বারৈয়ারহাট মসজিদের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ছমুনা খাতুন সুন্দরপুর ইউনিয়নের কাজিরখীল এলাকার মৃত বক্স চৌধুরীর স্ত্রী।

ওই বৃদ্ধার পরিবার জানায়, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাঝে মাঝে ঘর থেকে বের হলে কিছুদিন পর ফিরে আসতেন। তিনদিন আগে তিনি ঘর থেকে বের হয়ে আর ফেরননি। আজ দুপুরে বারৈয়ারহাট মসজিদের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা বৃদ্ধার মরদেহটি উদ্ধার করি। মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top