ফটিকছড়িতে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে ডুবে মোহাম্মদ রাফি (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রাফি ধর্মপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাশেম চৌধুরী বাড়ির মো. হাসানের ছেলে।

রবিবার (১২ অক্টোবর) ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য জাহিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খেলতে গিয়ে শিশুটি বাড়ির সামনের পরিত্যক্ত একটি পুকুরে পড়ে যায়। পরে শিশুটিকে কোথাও দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির সামনের পরিত্যক্ত পুকুর থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করে প্রতিবেশিরা। দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top