পড়া হয়েছে: ৫৫
ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে দুই বান্ধবীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন তুমুর ও ওয়াজিহা উভয়ের বয়স ৮ বছর করে।
শনিবার (২৫ নভেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার বক্তপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হিরা গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।
পরে পরিবারের লোকজন দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জানা গেছে, তুমুরের পিতা প্রয়াত আজমের চল্লিশার নির্ধারিত দিন ছিল আজ। সে হিসাবে পরিবারে তার জেয়াফতের আয়োজন করা হয়। এ ব্যস্ততায় ফাঁকে সবার অগোচরে দুপুরে বান্ধবী ওয়াজিহাকে নিয়ে পাশের পুকুরে গোসল করতে যায় নিহত তুমুর। পরে স্বজনরা খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুর থেকে দুইজনের ভাসমান লাশ উদ্ধার করে। এদিকে, পিতার চল্লিশার দিনে মেয়ের মৃত্যু মেনে নিতে পারছেনা পরিবারের লোকজন।