পড়া হয়েছে: 136
ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে পানিতে ডুবে উম্মে সাইদা (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে ফটিকছড়ি পৌরসভার ৬নং ওয়ার্ডের মুনাসখিল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে খেলাধুলার একপর্যায়ে পরিবারের অগোচরে পুকুরে পড়ে যায় ছোট্ট উম্মে সাইদা। পরে তাকে উদ্ধার করে দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে জানা গেছে, শিশুটি পানিতে পড়ে মৃত্যু হয়েছে। হঠাৎ এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চাটগাঁ নিউজ/এমকেএন