ফটিকছড়িতে পানিতে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নে পানিতে ডুবে মুহাম্মদ শাহা আলম অন্তর (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এমদাদ মেম্বার বাড়ির সামনের পুকুরে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। নিহত অন্তর স্থানীয় বাসিন্দা মুহাম্মদ মানিক প্রকাশ পুলিশ মানিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদ্য এইচএসসি পাস করা অন্তর চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসিন কলেজের ছাত্র ছিলেন। অনার্সে ভর্তি হয়ে নতুন জীবনের পথে হাঁটার স্বপ্ন ছিল তার। ছুটিতে বাড়িতে এসেছিলেন পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।

অন্তরের চাচাতো ভাই নাহিদ জানান, জুমার নামাজের আগে বাড়ির সামনের পুকুরে ছোটদের সঙ্গে গোসল করতে নামে অন্তর। এক পর্যায়ে হঠাৎ পানিতে তলিয়ে যায় সে। পুকুরে থাকা ছোটরা ঘটনাটি দেখে চিৎকার শুরু করলে আশপাশের মানুষ ছুটে আসে এবং তাকে উদ্ধারের চেষ্টা করে।

প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টার পর স্থানীয়রা তার নিথর দেহ পানির নিচ থেকে উদ্ধার করে দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অন্তরকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই অন্তরের মৃত্যু হয়েছে।

স্বপ্নবাজ এই তরুণের অসময়ে চলে যাওয়া এলাকাবাসীকে শোকাহত করেছে। অন্তরের মৃত্যুর খবরে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top