পড়া হয়েছে: 46
ফটিকছড়ি প্রতনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজের সাতদিন পর লেলাং খাল থেকে রিকশাচালক সন্তোষ নাথের (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সন্তোষ নাথ লালপুল এলাকার পরিমল নাথের ছেলে।
রোববার (২০ জুলাই) সকাল ১১টায় লেলাং ইউনিয়নের লালপুল সংলগ্ন খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাশটি হাত-পা বাঁধা অবস্থায় ছিল। এলাকাবাসীর ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ফটিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। মৃতদেহের পরনে ছিল লুঙ্গি ও কালো শার্ট। বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে।
চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন