ফটিকছড়িতে নিখোঁজের একদিন পর পুকুরে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে নিখোঁজের একদিন পর মুহাম্মদ আব্দুল মালেক (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (২৭ অক্টোবর) সকাল ৮টার দিকে পশ্চিম ভূজপুর সৈয়দ বাড়ির পাশে একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল মালেক ওই এলাকার মৃত আবুল বশরের ছেলে।

নিহতের ছেলে আরিফ জানান, গত ২৬ অক্টোবর দুপুরের পর থেকে তার পিতাকে পাওয়া যাচ্ছিল না। তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। পরে স্থানীয়রা বাড়ির পাশের পুকুরে মরদেহ ভাসতে দেখে খবর দেন।

ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top