ফটিকছড়িতে দেয়াল ভেঙে ঘরে ঢুকে গেল সিমেন্টবোঝাই লরি

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম ফটিকছড়িতে সিমেন্টবোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে দেয়াল ভেঙে একটি ঘরে ঢুকে গেছে। এসময় ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান পরিবারের ৪ সদস্য।

বুধবার (৩০ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় হেঁয়াকো-গহিরা সড়কের কাজিরহাট বাজার বণিকপাড়ায় এ ঘটনা ঘটে।

বেঁচে যাওয়া পরিবারের সদস্যরা হলেন- জয়দেব (২৫), মুন্নী (২০), কেয়া (২২) ও দেড় বছর বয়সী অঙ্কিত।

থানা পুলিশ জানায়, এ ঘটনায় লরি চালককে আটক করা হয়েছে। লরিটি জব্দ করা হয়েছে।

ঘটনার শিকার বাবুল ধর জানান, ভোরে একটি সিমেন্টবোঝাই লরি দেয়াল ভেঙে পুত্রবধূ কেয়ার ঘরে ঢুকে যায়। এসময় ঘুমিয়ে থাকা কেয়ার কন্যা সন্তান অঙ্কিত প্রাণে বেঁচে যায়। আহত হয় কেয়া, বাবুলের ছোট ছেলে জয়দেব ও তার স্ত্রী মুন্নী।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top