পড়া হয়েছে: ৩৩
ফটিকছড়ি প্রতিনিধি: হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা উপলক্ষে ফটিকছড়ি থানার উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ অক্টোবর) বিকালে থানা প্রাঙ্গনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ওসি মীর মে: নুরুলহুদা। এতে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোয়েব আহমদ খান।
সেকেন্ড অফিসার নাজমুল হকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভার মেয়র মুহাম্মদ ইসমাঈল হোসেন, পূজা উদযাপন পরিষদ সভাপতি অধ্যাপক দয়াল কান্তি রায়, সাধারণ প্রকৌশলী কাজল শীলসহ ফটিকছড়ি থানা এলাকার সবকটি পূজা মন্ডপের সভাপতি-সম্পাদকবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পূজায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পক্ষ থেকে যাবতীয় পদক্ষেপ ঘোষণার পাশাপাশি সর্ব মহলের সহযোগিতা কামনা করেন।