ফটিকছড়িতে দুর্ঘটনা : হাসপাতালে আরও একজনের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধিঃ ফটিকছড়ির গহিরা-হেঁয়াকো সড়কে সিএনজি অটোরিকশা এবং ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হওয়া ইসমু আকতার (৪০) দীর্ঘ ২০ ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা গেছেন।

সোমবার (৮ এপ্রিল) সকাল ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মৃত্যু হয় তার।

এর আগে রবিবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ভূজপুর কাজীরহাট সড়কের বাইন্নেপাড়া এলাকায় সিএনজি অটোরিকশা এবং ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় আহতদের ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে শাকিল আহমেদ (১৮) নামে এক কোরআনে হাফেজের মর্মান্তিক মৃত্যু হয়।

এছাড়া আহতদের মধ্যে ৪ জনের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে আজ ইসমু আকতারের মৃত্যু হয়।

এ ঘটনায় ৩ বছর বয়সী রাইসা, ৯ বছর বয়সী রাব্বি কিছুটা সুস্থ হলেও গুরুতর আহত নুরুল বশরের (৪৫) অবস্থা অবনতির দিকে বলে জানিয়েছেন চমেক হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক।

চাটগাঁ নিউজ/এসবিএন

Scroll to Top