ফটিকছড়িতে দিন দিন বাড়ছে মিষ্টি আলুর চাষ

ফটিকছড়ি সংবাদদাতা: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দিন দিন বাড়ছে মিষ্টি আলুর চাষ। বিশেষ করে হালদা নদী, ধুরুং ও সত্তা খালের চরের উর্বর জমিতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এই আবাদ। কৃষকেরা জানাচ্ছেন, কম খরচে বেশি উৎপাদন হওয়ায় এবং বাজারে ভালো দাম থাকায় প্রতিবছরই বাড়ছে এর চাষাবাদ।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেক জানান, এবার ফটিকছড়িতে মিষ্টি আলুর বিভিন্ন জাতের আবাদ হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—তৃপ্তি, কমলা সুন্দরী, বারি মিষ্টি আলু-৮ এবং স্থানীয় জাতের মিষ্টি আলু। তিনি বলেন, ফটিকছড়ির পরিবেশ ও জমির গঠন মিষ্টি আলুর জন্য অত্যন্ত উপযোগী। তাই কৃষকেরা উৎসাহ নিয়ে চাষ করছেন। উৎপাদনও আশানুরূপ হচ্ছে।

স্থানীয় কৃষকেরা জানান, এলাকার চাহিদা মিটিয়ে ফটিকছড়ির মিষ্টি আলু এখন দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। ফলে কৃষকদের আর্থিক অবস্থারও উন্নতি হচ্ছে। বিশেষত নদী চর এলাকাগুলোতে এই চাষের বিস্তার কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

কৃষি বিভাগ বলছে, সঠিক পরিচর্যা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে আগামী কয়েক বছরে ফটিকছড়ির মিষ্টি আলু দেশজুড়ে পরিচিত ব্র্যান্ডে পরিণত হতে পারে।

স্থানীয় কৃষকেরাও এই সম্ভাবনাকে সামনে রেখে আরও বিস্তৃত আবাদে আগ্রহ দেখাচ্ছেন। ফটিকছড়ির গ্রামীণ অর্থনীতিতে তাই মিষ্টি আলুর চাষ এখন নতুন আশার আলো।

চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন

Scroll to Top