চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ির হারুয়ালছড়িতে আনিকা আক্তার (২৫) নামে এক গৃহবধু খুনের ঘটনায় নিহতের মা রোখসানা আক্তার ও ছোট ভাই রোকন উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় আনিকা আক্তার ও তার মা রোখসানা আক্তারের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে পাশের ঘরে থাকা নিহতের ছোট ভাই রোকন এসে তার বোনকে থাপ্পড় দিলে ভাইকেও মারেন তিনি। এসময় মা রোখসানা আক্তার তার মেয়ে আনিকাকে চেপে ধরলে রোকন তার বোনকে ছুরি দিয়ে জবাই করে ফেলেন। এতে আনিকার মৃত্যু হয়।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, মা ও ছেলে মিলে মেয়েকে হত্যা করেছে। মেয়েটি ছোটবেলা থেকে মানসিক প্রতিবন্ধী ছিলেন। ভিকটিম আনিকা বিবাহিত, তার দুটি বাচ্চা আছে। রাতে অভিযান চালিয়ে নিহত আনিকার মা ও ছোট ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ঘটনার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
চাটগাঁ নিউজ/ইউডি