পড়া হয়েছে: ২৭
ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটার দায়ে আব্দুস শুক্কুর নামে এক ব্যক্তিকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.টি.এম কামরুল ইসলাম নানুপুর ইউনিয়নের কিপাইতনগর এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
এ সময় এস্কেভেটারের সাহায্যে অবৈধভাবে টিলা কেটে পরিবেশের ভারসামান্য নষ্ট করা ও মাটি ফেলে ফসলি জমির শ্রেণী পরিবর্তন করার অপরাধে স্থানীয় আব্দুস শুক্কুর নামে এক ব্যক্তির নিকট পাঁচ লাখ টাকা জরিমানা করে তৎক্ষনাৎ আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম।