পড়া হয়েছে: 37
ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে আলোচিত আপন দুই ভাই হত্যা মামলার তিন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭।
গত ৩ সেপ্টেম্বর ফটিকছড়ির ফতেহপুর গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে জাহাঙ্গীর ও আলমগীর নামের আপন দুই ভাইকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতদের ছোট ভাই রাসেল একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-৭ এর ছায়া তদন্তের মাধ্যমে ২৬ নভেম্বর হাটহাজারীর কামাল এলাকা থেকে মামলার মূল পলাতক আসামি ওসমান গনি মানিক (৫৮)-কে গ্রেফতারের পরে তার স্বীকারোক্তিতে একই উপজেলার কড়িয়ার দিঘী এলাকা থেকে আরও দুই আসামি মো. হারুন (৪০) ও আনোয়ার পাশা বকুল (৬২) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাদের ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন






