ফটিকছড়িতে জামায়াত কর্মী হত্যা: অস্ত্র-কার্তুজসহ ৬ জন আটক

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়িতে গুলিতে নিহত জামায়াত কর্মী মুহাম্মদ জামাল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে নিষিদ্ধ একটি সংগঠনের এক কর্মীসহ মোট ছয়জনকে আটক করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ এবং আটটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) গভীর রাতে উপজেলার লেলাং ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে আটক করা হয়।

ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যার ঘটনার পর থেকেই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলা রুজু হয়েছে এবং জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত শনিবার রাত আনুমানিক ৮টার দিকে ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহানগর গ্রামের দিঘিরপাড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে জামায়াত নেতা মুহাম্মদ জামাল ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী কাজল রেখা বাদী হয়ে গতকাল রাতে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top