ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে ঝটিকা মিছিল করেছে জামায়াতে ইসলামী। উপজেলা আওয়ামীলীগ কতৃক প্রতিরোধের ২৪ ঘন্টা পার না হতেই নাজিরহাটে তাৎক্ষনিক মিছিল করলো দলটির নেতা কর্মীরা।
সোমবার (৩১ জুলাই) বিকালে নাজিরহাট পৌরসদরে তাৎক্ষনিক এ মিছিল অনুষ্টিত হয়।
১০ থেকে ১৫ মিনিট স্থায়ীত্বের মিছিলটি নাজিরহাট বড় মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে জেলা পরিষদ মার্কেটর চত্ত্বরে গিয়ে শেষ হয়।
প্রায় তিন শতাধিক নেতা কর্মীর অংশগ্রহণে মিছিল থেকে কারাবন্দী জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তি দাবী করা হয়।
জানা গেছে, সোমবার দুপুরের পর নেতা জামায়াতের কর্মীরা নাজিরহাট বাজারের কয়েকটি মসজিদে জড়ো হতে থাকে। একাধিক গ্রুপে বিভক্ত হয়ে বাজারের ৩/৪ টি মসজিদে আছরের নামাজ আদায় করে তারা। পরে সবাই এক জায়গায় একত্রিত হয়ে মিছিলে অংশ নেয়।
অন্যদিকে, নাজিরহাটে জামায়াতের মিছিলের খবর পেয়ে তাৎক্ষনিক পাল্টা মিছিল করেছে নাজিরহাট পৌরসভা আওয়ামীলীগের নেতাকর্মীরা।
উল্লেখ্য, ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ থেকে জামায়াতে ইসলামীকে প্রতিরোধ করার ঘোষণা দেন বক্তরা।