ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর বাজার থেকে বিক্রয় নিষিদ্ধ টিসিবির পণ্য জব্দের ঘটনায় এক মাস অতিক্রান্ত হলেও প্রকৃত জড়িতদের শনাক্ত করা যায়নি। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
গত ২৫ আগস্ট সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর নেতৃত্বে নানুপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ টিসিবির পণ্য জব্দ করা হয়। এ সময় ইকবাল নামের এক সওদাগরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় প্রশাসন।
অভিযানের দিন রাতেই ফটিকছড়ি থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। তবে এক মাস পার হলেও তদন্তে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দৃশ্যমান নয়। এ কারণে প্রকৃত চক্র এখনও ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে।
এ বিষয়ে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমেদ বলেন, ঘটনার দিন আটক ইকবালকে জেলহাজতে প্রেরণ করা হয়। পরে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার কাছ থেকে আরও কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও পুরো চক্র শনাক্ত না হওয়ায় রহস্য আরও ঘনীভূত হচ্ছে। তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন