ফটিকছড়িতে চেয়ারম্যান প্রার্থীর দুই কর্মীকে অর্থদন্ড

আচরণ বিধি ভঙ্গ

ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়িতে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে মোটরসাইকেল প্রতিকের উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থীর দুই কর্মীকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার(১৬মে) দুপুরে উপজেলার জাফতনগর ইউনিয়নে উপজেলা নির্বাচনে প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্টদের নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন নিশ্চিতকল্পে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রে মোঃ মেজবাহ উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দিন মুহুরী’র পক্ষে মিনি ট্রাক ও মাইক্রোবাস যোগে শোডাউন বের করা এবং দুপুর ২টার পূর্বে মাইক বাজিয়ে প্রচারণা করার অপরাধে মো: জাহের বিন সাব্বির ও মিনহাজ নামের দুই ব্যক্তির বিরুদ্ধে উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০১৬ এর বিধি ১৩(ক) এবং ২১(২) ভঙ্গের অপরাধে অভিযোগ গঠন করা হয়। অভিযুক্তগণ পরবর্তীতে দোষ স্বীকার করলে একই বিধিমালার বিধি ৩২ অনুসারে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন আদালত।

অর্থদণ্ড তাৎক্ষণিক আদায় করা হয় বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রে মোঃ মেজবাহ উদ্দিন।
তিনি জানান,অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সার্থে মোবাইল কোর্ট চলমান থাকবে।

চাটগাঁ নিউজ/এসআইএস

Scroll to Top